হত দরিদ্র পরিবারের গর্ভবতী মহিলাদের মাতৃত্বকালীন ভাতার আবেদন
গত জানুয়ারী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে সারা দেশব্যাপী মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে(DWA) এর MIS কার্যক্রম। আমাদের বড়খাপন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এসে আপনারা বিনামূল্যে অথবা ৪০/- বিনিময়ে আবেদন করতে পারবেন।
DWA মাতৃত্বকালীন ভাতার জন্য যারা আবেদন করতে পারবেন-
১> ২০ থেকে ৩৫ বছরের মধ্যে যেকোন দবিদ্র গর্ভবতী মহিলা।
২> সমাজের নিচু শ্রেণীর মানুষজন অগ্রাধিকার পাবে। যেমন- জেলে,ধোপা,কামার, কৃষক, দিনমজুর, রিক্সাচালক, বেকার ইত্যাদি
৩> অন্য কোন সরকারী সুবিধা পায় তাদের আবেদন করার প্রয়োজন নেই।
৪> বাংলাদেশের নাগরিক।
প্রয়োজনীয় কাগজ পত্র সমূহ:
১> এনআইডি/স্মার্ট কার্ড।
২> মেডিক্যাল কতৃর্ক গর্ভবতী প্রমাণের কাগজ।
৩> এএনসি /পিএনসি কার্ড।
৪> স্বামীর এনআইডি কার্ড।
৫> ব্যাংক অ্যাকাউন্ট/ মোবাইল ব্যাংকিং-রকেট, নগদ,বিকাশ
বিস্তারিত জানার জন্যে আমাদের ডিজিটাল সেন্টারে আসুন...
অথবা
মোঃ রিংকন মন্ডল রিংকু(উদ্যোক্তা)
মোবাইল: 01911888424, 01717449548, 01916171491
ইমেইল: ringkonringku@gmail.com
ফেসবুক: facebook,com/ringkubond
ইউটিউব:Youtube.com/BDCN_TV
রফিকুল ইসলাম মিঠু
মোবাইল: 01716099084
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস