Wellcome to National Portal

borkhaponuniondigitalcenter@gmail.com

ringkonringku@gmail.com

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলারআবেদন

 

বরাবর,

       চেয়ারম্যান

       বড়খাপন ইউনিয়ন পরিষদ কার্যালয়                               

       কলমাকান্দা,নেত্রকোনা ।

                                                                                   

বিষয়ঃ জোর পূর্বক টাকা আত্বসাত করার পায়তারা  প্রসঙ্গে।

 

বাদীঃ ১. জজ্ঞেশ্বর তালুকদার, ২. পিতা মৃতঃ উমেশ তালুকদার, সাং বড়ইউন্দ, ইউনিয়নঃবড়খাপন, উপজেলাঃ   কলমাকান্দা, জেলাঃ নেত্রকোনা।  

 

বিবাদীঃ ১. সুখময় সরকার, পিতা মৃতঃ রাস গোবিন্দ সরকার সাং বাউসারী, ইউনিয়নঃবড়খাপন, উপজেলাঃ   কলমাকান্দা, জেলাঃ নেত্রকোনা। 

 

সাক্ষীঃ ১. আঃ গফুর কাছু পিতা মৃতঃ মশ্রব আলী ২. পিকলু সরকার  পিতাঃ বিজয় সরকার, ৩. মোঃ ইদ্রিছ আলী  পিতা মৃতঃ আবুচান মিয়া সর্ব সাং বড়ইউন্দ, ইউনিয়নঃবড়খাপন, উপজেলাঃ কলমাকান্দা, জেলাঃ নেত্রকোনা।   

 

­ জনাব,

 

      সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি  নিন্ম  স্বাক্ষরকারী এই মর্মে আবেদন করিতেছি যে, বিবাদী আমার বেয়াই বটে। বিগত আগাম বন্যায় ফসল নষ্ট হওয়ার পর আমার একটা হালের বলদ গরম্ন ছিল, তখন আভাব মোকাবেলায় বলদটি বিক্রি করার জন্য বিশ্বাস করে আমার বেয়াই অর্থাৎ বিবাদীকে নিয়ে বারহাট্টা উপজেলার নইহাটি বাজারে যাই।এক পর্যায়ে বলদটি ৩৩,০০০/- টাকা বিক্রি করা হয়। টাকা নেওয়ার সময় বিশ্বাস করে আমার বেয়াইকে গুনে নিতে বলি উনি  ৩৩,০০০/- টাকার মধ্যে ৩২,০০০/- হাজার তিনির হাতে নেন আর ছুট খরচ বাদে বাকী ৮৫০/- টাকা আমার হাতে নেই।  তিনি  টাকাটা পকেটে নিয়ে একটি দোকানের কাছে বসাছিলেন। আমি বেয়াইকে বললাম তরকারী কিনে নিয়ে আসি ততক্ষনে আপনি এখানে বসেন। তরকারি নিয়ে আসা মাত্রই বেয়াই আমাকে বলতেছে সর্বনাশ হয়ে গেছে। ৭,০০০/- টাকা রেখে বাকী ২৫,০০০/- টাকা চুরে নিয়ে গেছে। আমি প্রথমে হাসি তামশা মনে করছি। তখন উনি বলে সত্যি সত্যিই টাকা নিয়ে গেছে। আমি তখন বললাম চুরে নিলে সব টাকাই নিয়ে যেত। ৭,০০০/- টাকা উনার হাতে থাকায় আমার সন্ধেহ তিনিই টাকাটা আত্বসাত করেছেন। বাড়িতে আসার পর অনেক চেষ্টা করা হলেই তিনি বিষয়টি গুরম্নত্ব দিচ্ছেন না। এমতাবস্থায় আপনার বরাবর নিবেদন এই যে, সামাজিক ন্যায় বিচারের স্বার্থে  আমার বিষয়টি সুরাহ করে দেওয়ার জন্য সবিনয় আবেদন করিতেছি।

 

       অতএব, হুজুর সমীপে প্রার্থনা যে, উপরোক্ত বর্ননামোতাবেক  সুবিবেচনা পূর্বক আমাদের বিষয়টি সুবিচার করিতে মহোদয়ের সদয় মর্জি হয়।

 

তারিখ ১৩/০৭/২০১৭ ইং

                                                                                                                 নিবেদক

 

 

 

 

 

 

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বড়খাপন ইউনিয়ন পরিষদ কার্যালয়

কলমাকান্দা,নেত্রকোনা।